19 Kartrik 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আন্তর্জাতিক / বাংলাদেশ সীমান্তের কাছে হেলিকপ্টার ভূপাতিত করল আরাকান আর্মি

বাংলাদেশ সীমান্তের কাছে হেলিকপ্টার ভূপাতিত করল আরাকান আর্মি

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের সামরিক জান্তার একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে আরাকান আর্মি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের চিন রাজ্যের পালেতওয়া শহরে ভয়াবহ লড়াইয়ের সময় আরাকান আর্মি জান্তাবাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে। এর একাধিক ছবিও তারা প্রকাশ করেছে। এসব ছবির মধ্যে হেলিকপ্টারের ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে থাকা আরাকান আর্মির যোদ্ধাদের কয়েকটি ছবি সামনে এসেছে।

আরাকান আর্মির মুখপাত্র খিয়াং থুখা ইরাবতীকে বলেছেন, পালেতওয়া শহরে তীব্র লড়াইয়ের সময় আমরা একটি হেলিকপ্টার ভূপাতিত করেছি। আমরা গুলি করার পর হেলিকপ্টারটি পাই পাহাড়ের ঘন জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে। এই পাহাড়ের পাশে কাঙ্খা পাহাড়ে জান্তাবাহিনীর একটি ঘাঁটিও ছিল। ঘাঁটিটি দখলের পর আমরা ওই হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাই।

চলতি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আরাকান আর্মি চিন রাজ্যের পালেতওয়া শহর দখল করে নেয়। তার আগে টানা দুই মাস ধরে জান্তাবাহিনীর সঙ্গে লড়াই করে বিদ্রোহী গোষ্ঠীটি।

আরও পড়ুন...

প্রতারণা চক্রের মূল হোতা দিপু গ্রেফতার হলেও চক্রের অন্য সদস্যরা এখনও অধরা 

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশের প্রচলিত আইনে মানুষের কাছে প্রতারণা একটি গুরুতর অপরাধ জানা …