14 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শিক্ষা ও তথ্য প্রযুক্তি / বাচ্চাদের চাপ প্রয়োগ না করে উৎসাহিত করুন – মশিউর রনি

বাচ্চাদের চাপ প্রয়োগ না করে উৎসাহিত করুন – মশিউর রনি

নিউজ ব্যাংক ২৪. নেট :  ২০২৪ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৮ আগস্ট বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আমরা যদি তাদেরকে একটি সুন্দর ভবিষ্যত উপহার দিতে পারি তাহলে আগামীতে আমাদের এই দেশ উন্নতির চরম শিখরে পৌছাবে। বর্তমান প্রজন্মকে সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারলে আমরা একটি সুন্দর দেশ পাবো। কিন্তু বাচ্চাদেরকে পড়ালেখার প্রতি অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবেনা, তাকে উৎসাহিত করতে হবে। আমার সন্তানকে মানুষের মত মানুষ করার দ্বায়িত্ব আমার, স্কুলের শিক্ষকের নয়। তার প্রতিদিনের কার্যক্রমে নজর রাখতে হবে। বিশেষ করে বর্তমান সময়ে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে, তাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হাজ্বী সেলিম রেজা, হাবিবুর রহমান হাবু, সমাজসবেক আবু তাহের আজাদ, হারুনুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন খান, মতিউর রহমান ও আসাদুজ্জামান।

অতিথিদের বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও বৃত্তি প্রদান করা হয়।

আরও পড়ুন...

সিদ্ধিরগঞ্জে প্রধান শিক্ষকের পুণঃনিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

নিউজ ব্যাংক ২৪. নেট : দুর্নীতির দায়ে বরখাস্তকৃত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক …