15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / বিএনপিতে সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ জন কর্মকর্তা’র যোগদান

বিএনপিতে সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ জন কর্মকর্তা’র যোগদান

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ জন কর্মকর্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন।

রবিবার ১০ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২৫ জন কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর সাবেক ১৯ জন, নৌবাহিনীর সাবেক দুজন এবং বিমানবাহিনীর সাবেক চারজন কর্মকর্তা রয়েছেন।

তাদের মধ্যে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন।

নৌ বাহিনীর দুইজন হলেন- রিয়াল এডমিরাল ও কমোডর। বিমান বাহিনীর ৪ জনের মধ্যে ২ জন হলেন- এয়ার কমোডর এবং ২ জন স্কোয়াড্রন লিডার পর্যায়ের কর্মকর্তা।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ-৫ আসনে মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ- বন্দর ২৬ নং ওয়ার্ডে ভোটারদের সাড়া

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা …