নিউজ ব্যাংক ২৪. নেট : ‘ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে’ এ স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত জাতীয় মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা বাস্তবায়নে জনগণের কাছে এটা তুলে ধরবো। যাতে করে জনগণ জানতে পারে ওনার ৩১ দফা রাষ্ট্রের জন্য কতটুকু কল্যাণ বয়ে আনবে। সংক্ষিপ্ত আলোচনায় লিফলেট বিতরণপূর্বে বলেন, প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক জহির আহমেদ সোহেল।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল’র পক্ষ থেকে সোমবার ৬ এপ্রিল সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার ভাই নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি আমার ভাইকে মনোনয়ন দেন আর জনগণ আমাদের পাশে থাকে তাহলে অব্যশই আমরা দেশ ও জনগণের উন্নয়নে কাজ করবো। দল যাকেই মনোনীত করুক আমরা তার পক্ষেই কাজ করবো। সর্বোপরি জনগণ সকল ক্ষমতার মালিক।
লিফলেট বিতরণ কর্মসূচিটি নগরীর মিশনপাড়া মোড় থেকে শুরু হয়ে খানপুর, বউবাজার, ব্যাংক কলোনী, ইসদাইর হয়ে চাষাড়া মোড় ঘুরে পূণরায় মিশনপাড়া মোড়ে এসে লিফলেট বিতরণ শেষ করা হয়।
এসময় লিফলেট বিতরণ কর্মসূচিতে বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকসহ স্থানীয় জনসাধারণের উপস্থিতি দেখা যায়।