নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো নারায়ণগঞ্জ জেলা সিএনজি অটোরিকশা চালক দল নেতাকর্মী সমর্থকবৃন্দ।
দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা চালক দল, নারায়ণগঞ্জ জেলা কমিটি।
সোমবার ১ সেপ্টেম্বর দিবাগত রাত ৮টা ৩০ মিনিটে জেলা কমিটির উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল।
এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. ফারুক, সিনিয়র সভাপতি মোঃ মনির হোসেন, সহ-সভাপতি মোঃ রফিক, সাংগঠনিক সম্পাদক হজ্বী হাবিবুর রহমান বাদশা, সহ-সভাপতি ফতুল্লা থানা তাইজুল ইসলাম মাসুম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সদর থানা জীবন প্রধান, দপ্তর সম্পাদক মাহাবুবুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি হলো দলের প্রতি আমাদের আস্থার শপথ পুনর্ব্যক্ত করার দিন।
সভাপতি মোঃ ইব্রাহিম খলিল তার বক্তব্যে বলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের গণতন্ত্রের প্রতীক। আমরা চালক সমাজ সব সময় বিএনপির আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছি এবং ভবিষ্যতেও রাখব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করব। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা অঙ্গীকার করছি, দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা সিএনজি অটোরিকশা চালক দলের প্রতিটি নেতা-কর্মীকে সততা, শৃঙ্খলা ও সাহসিকতার সাথে দলের পাশে থাকতে হবে। এই সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে, কারণ জনগণের আন্দোলনে আমাদেরই থাকতে হবে সামনের সারিতে।
অনুষ্ঠান শেষে দলীয় নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন।