নিউজ ব্যাংক ২৪. নেট : নিট গার্মেন্টস মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচনে ৩৫টি পরিচালক পদে সবগুলোতেই মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন ‘প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স’ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।
শনিবার ১০ মে রাত ৮টায় নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়াস্থ বিকেএমইএ’র নিজস্ব ভবনে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সংগঠনের নির্বাচন কমিশনের চেয়ারম্যান সফিউল্লাহ চৌধুরি।
নির্বাচনে ৫৭২ জন ভোটারের মধ্যে ৪৩১ টি ভোট ব্যালট বাক্সে জমা পড়েছে। এর মধ্যে কার্যকর হয়েছে ৪০৮ ভোট এবং বাতিল হয়েছে ২৩ ভোট।
দীর্ঘ এক যুগ পর আনুষ্ঠানিকভাবে সংগঠনটির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে ২০১২ সালে এমন আনুষ্ঠানিকভাবে ভোটের আয়োজন হয়।
সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত দুই বছর মেয়াদের এই নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার বাংলামোটর এবং নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ’র নিজস্ব ভবনে দুটি কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করেন। দুটি কেন্দ্রে মোট ভোট কাস্ট হয়েছে ৭৫ শতাংশ।
নির্বাচনে ৩৫টি পরিচালক পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধিন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণ প্যানেল বিজয়ী হয়। নির্বাচিত ৩৫ জনের মধ্য থেকে পরবর্তীতে বিকেএমইএ’র সভাপতি, নির্বাহী সভাপতি এবং সাতজন সহসভাপতি সহ নয়জন পরিচালক নির্বাচিত করা হবে।
পূর্ণ প্যানেলে জয়ী হয়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স এর প্রধান মোহাম্মদ হাতেম।
ফলাফল ঘোষণা শেষে মোহাম্মদ হাতেম সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। সকল গার্মেন্টস মালিকরা সুন্দর পরিবেশে ভোট প্রদান করেছেন। আমরা এই সুন্দর পরিবেশটা উপভোগ করেছি। ১৯৯৯ সালের ৫ ডিসেম্বর বিকেএমইএর জন্ম হয়। তখন থেকেই আমি এই প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারই প্রতিদান সকল সদস্যরা আজ আমাকে দিয়েছেন।