26 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শিক্ষা ও তথ্য প্রযুক্তি / বিদ্যানিকেতন হাই স্কুলের ৫শ শিক্ষার্থীর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

বিদ্যানিকেতন হাই স্কুলের ৫শ শিক্ষার্থীর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের ভুঁইয়ারবাগ এলাকায় অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলের নিম্ন আয়ের ৫শ শিক্ষার্থীর মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত শনিবার ৩০ মার্চ এবং রবিবার ৩১ মার্চ দুইদিন ব্যাপী ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন হাই স্কুল এবং ট্রাস্টের চেয়ারম্যান ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য শিক্ষানুরাগী কাসেম জামাল, এডভোকেট নবী হোসেন, আফজাল হোসেন পন্টি, কৃষ্ণধন সাহা, ফয়সাল আজিজ তুষার, মাহাবুবুর রহমান, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাউর চাউল, চিনি, দুধ, সয়াবিন তেল, লবন, সুজি, সেমাই। বিদ্যানিকেতন ট্রাস্ট থেকে এ বছর ৫শ শিক্ষার্থীর জন্য প্রায় ৫লাখ টাকার ঈদ সামগ্রী বিতরণ করেছে। এর আগে গত তিন বছর বিদ্যানিকেতন ট্রাস্ট স্কুলের নিন্ম আয়ের শিক্ষার্থীদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

আরও পড়ুন...

এসএসসিতে ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা

নিউজ ব্যাংক ২৪. নেট : নতুন শিক্ষাক্রম অনুযায়ী এ বছর থেকে নবম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, …