17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা 

নিউজ ব্যাংক ২৪. নেট : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে” প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়”- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার পরিবেশ উপ-পরিষদের উদ্যোগে  বৃক্ষরোপণ ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ২৩ জুন বিকাল ৪টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা, পাঠাগার রীনা আহমেদ। পরে নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করা হয়।
বক্তব্য প্রদান করেন- সাধারণ সম্পাদক রহিমা খাতুন, পরিবেশ সম্পাদক রওনক রেহানা, অর্থ সম্পাদক শীলা সরকার, তরুণী সদস্য তিথি সুবর্ণা ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন সদস্য কবি কাওছার আক্তার পান্না।
বক্তারা বলেন- প্রকৃতি এবং পৃথিবীকে রক্ষা করার জন্য ইতিবাচক পরিবেশগত পদক্ষেপ নিতে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। ১৯৭৬ সাল থেকে প্রতি বছর ৫ জুন দিবসটি পালিত হয়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে পৃথিবীতে জীবন বাঁচানো ও  সচেতনতা গড়ে তোলার জন্য বাংলাদেশেও কর্মসূচি পালিত হয়। মহিলা পরিষদ সবসময় এরকম নানাবিধ ইতিবাচক কর্মসূচি পালন করে আসছে। ঈদের ছুটির কারণে আজ পালন করা হচ্ছে। এবার প্লাস্টিক ব্যবহারের কুফল ও প্রতিকার বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, প্লাস্টিক পণ্যের ব্যবহার বর্জন করতে হবে। ব্যবহারের পর পলিথিন ব্যাগ, বোতল ও অন্যান্য সামগ্রী যত্রতত্র ফেলে দেয়া হয়। তা পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এক গবেষণায় জানা যায় যে, পানিতে পলিথিনের উপস্থিতির কারণে মাছের প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে।  তা হলে মানুষের ক্ষেত্রে কি হতে পারে, একটু ভাবুন! ক্যান্সার, লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, স্কীন সমস্যাসহ নানা ধরনের রোগ প্রকোপ বেড়ে চলেছে। জনগণের মধ্যে যেমন সচেতনতার অভাব, তেমন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ বিষয়ে তেমন ভুমিকা পালন করছে না। তাই জোর দাবী জানানো যাচ্ছে যে, প্লাস্টিক নিষিদ্ধ করে সুলভ মূল্যে বিকল্প ব্যবস্থা করতে হবে। তাছাড়া তাপদাহ চরম অবস্থায় পৌঁছে গেছে। আমাদের সকলের এই অবস্থা থেকে শিক্ষা নেয়া প্রয়োজন। বেশি বেশি গাছ লাগাতে হবে। রাজধানী, জেলা শহর, উপজেলা, গ্রাম সকল পর্যায়ে পর্যাপ্ত গাছপালা নেই, ইচ্ছামতো গাছ কেটে ফেলা হয়, বনভূমি উজাড় করা হয়। যার ফলে আজকের এই অবস্থা। আজকে থেকে আমরা সবাই  নিজ উঠান বা যেখানে গাছ লাগানোর সুযোগ আছে সেখানেই একটি করে গাছ লাগাবো। তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, আমরা সবাই উপকৃত হব। সরকারকে এ বিষয়ে সঠিক ও কঠোর পদক্ষেপ নিতে হবে।
এরপরে নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে জবাফুল গাছ, শেফালী গাছ, পেয়ারা গাছ রোপন করা হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি রীনা আহমেদ, সহ-সভাপতি কৃষ্ণা ঘোষ ও প্রীতিকণা দাস, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, পরিবেশ সম্পাদক রওনক রেহানা, সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা, অর্থ সম্পাদক শীলা সরকার, সদস্য রাশিদা বেগম, প্রোগ্রাম এক্সিকিউটি সুজাতা আফরোজ, সদস্য কবি কাওছার আক্তার পান্না, সদস্য পল্লবী প্রত্যাশা, শহর সদস্য সুফিয়া বেগম, তরুণী সদস্য তিথি ও নুপুরসহ জেলা, শহর ও পাড়া কমিটির সদস্যবৃন্দ।

আরও পড়ুন...

না’গঞ্জে সন্ত্রাসী- চাঁদাবাজদের বিরুদ্ধে লাঠি-বাঁশি নিয়ে হোসিয়ারী মালিকদের ব্যতিক্রমী র‍্যালী

নিউজ ব্যাংক ২৪. নেট : সন্ত্রাসী- চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যতিক্রমধর্মী এক র‍্যালী করেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জে …