17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / বীর মুক্তিযোদ্ধা বাদশা সরকার আর নেই

বীর মুক্তিযোদ্ধা বাদশা সরকার আর নেই

নিউজ ব্যাংক ২৪. নেট : জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার বাদশা সরকার শনিবার ২৮ শে মে সকাল ৯ টায় নাসিক ২৩ নং ওয়ার্ডস্থ রসুল বাগ এলাকায় তার নিজ বাসায় হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )

ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৭১ বছর । তিনি মৃত্যু কালে দুইজন কণ্যা সন্তান, এক স্ত্রী ও অনেক আত্তীয় সজন এবং শোভাকান্খী রেখে গেছেন।

বাদ আছর কদম রসুল দরগাহের সামনে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্জাদায় (গার্ড অব অনার) প্রদান করা হয় । তার পর কদম রসুল দরগাগের সামনেই তার জানাযার নামাজ সম্পন্য হয় । জানাযা শেষে নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হয় ।

আরও পড়ুন...

ইউনাইটেড কস্টিউম লিঃ ও আর.এন নিট টেক্স লিঃ এর সকল শ্রমিকদের ১২ দফা দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ইউনাইটেড কস্টিউম লিমিটেড ও আর.এন নিট টেক্স লিমিটেড এর …