15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি ফরিদ এবং সাঃ সম্পাদক বাবলা

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি ফরিদ এবং সাঃ সম্পাদক বাবলা

নিউজ ব্যাংক ২৪. নেট : বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচনে আগামী দু’বছরের জন্য সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন সভাপতি, মোরছালীন বাবলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্ব শেষে চূড়ান্তভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নূরুদ্দিন আহমেদ, সহ-সভাপতি নির্মল চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ কাওসার রহমান, জনকল্যাণ সম্পাদক নূরুন্নবী রবি, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মিঠুন সরকার, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম ও নির্বাহী সদস্যরা হলেন রফিকুর রহমান, মাহবুব আলম, শারমিন রিনভী, মো. মোমিন হোসেন, অঞ্জন রহমান, গোলাম মজতুবা ধ্রুব।

চিত্ত ফ্রান্সিস রিবেরূ প্রধান নির্বাচন কমিশনার ও সৈয়দ আলী আসফার, শফিউল আলম রতন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন...

না’গঞ্জে হকার ও যানজট নিরসনে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন- ডিসি জাহিদুল

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির পূর্ণমিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান …