27 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / বেনাপোলে ৮০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক

বেনাপোলে ৮০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক

নিউজ ব্যাংক ২৪. নেট : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ৮০০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ান র‌্যাব-৬।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেনাপোল পোর্ট থানাধীন বাহারদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের একটি বাশ বাগানে কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে। এরকম তথ্যের ভিত্তিতে যশোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল ৩ এপ্রিল ২৪ সন্ধায় অভিযান পরিচালনা করে বাহাদুরপুর গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে কেসমত আলীকে (৩৮) আটক করে।

এসময় প্রাথমিক জিজ্ঞোসাবাদে আসামির স্বীকারোক্তি মতে, বাগানের ভিতর শুকিয়ে যাওয়া ডোবার মধ্যে থেকে তল্লাশী করে বিশেষ কায়দায় মাটি ও শুকনা পাতা চাপা দিয়ে লুকিয়ে রাখা ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। তবে সীমান্ত পথে একের পর এক ফেনসিডিলের চালান বাংলাদেশে ঢুকেছে। জব্দকৃত আলামত ও আটককৃত আসামীকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন...

সরাইলে পাড় ভেঙে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু তোলার সময় …