নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সোমবার ২৯ সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে বন্দর উপজেলার মণ্ডপগুলো পরিদর্শন করেন। তিনি প্রথমে শ্রী শ্রী ব্রহ্মা মন্দির ও উপাসনালয়, চর শ্রীরামপুর ( জহরপুর) মুছাপুর, বন্দর ; শ্রী শ্রী দুর্গামন্দির পঞ্চায়েত কমিটি মণ্ডপ এবং শ্রী শ্রী রক্ষা কালী মন্দির মণ্ডপ পরিদর্শন করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক লাঙ্গলবন্দ রাজঘাট শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা কমিটি ( স্থায়ী), লাঙ্গলবন্দ রাজঘাট,মুছাপুর,বন্দর মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি মণ্ডপের সার্বিক খোঁজ-খবর নেন এবং সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পূজা উদযাপন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক দুটি মণ্ডপের আর্থিক অবস্থা বিবেচনায় এবং দর্শণার্থীদের আদর আপ্যায়নে যেন কোন ঘাটতি না থাকে,তারা যেন খুশী মনে পূজা উদযাপন করতে পারে সেজন্যে তিনি রক্ষা কালী মন্দিরকে ১০,০০০ টাকা ও রাজঘাট মণ্ডপকে ১০,০০০ টাকা করে পুনরায় আর্থিক অনুদান প্রদান করেন।
জেলা প্রশাসক মণ্ডপগুলোর সামগ্রিক পরিবেশ ও উৎসাহ-উদ্দীপনার প্রশংসা করে বলেন, “আমাদের সকল বিভাগ পরিকল্পনামাফিক কাজ করে যাচ্ছে।মানুষ অনেক উদ্দীপনা ও আকাঙ্ক্ষা নিয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করছে। এটাই আমাদের বাংলাদেশ। আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করি তা বিশ্বের কাছে তুলে ধরতে চাই।”
পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট জনাব কানিজ ফারজানা শান্তা, অতিরিক্ত জেলা প্রশাসক( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা ) জনাব নাঈমা ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার,বন্দর, সহকারী কমিশনার(ভূমি), বন্দর, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান এবং পূজামণ্ডপগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।