17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / মহাসমাবেশ সফলের লক্ষ্যে শ্রমিক আন্দোলনের প্রস্তুতি সভা

মহাসমাবেশ সফলের লক্ষ্যে শ্রমিক আন্দোলনের প্রস্তুতি সভা

নিউজ ব্যাংক ২৪. নেট : ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হাবিব বলেছেন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাসমাবেশ। এই সমস্ত দাবি এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে।
মহাসমাবেশ সফলের লক্ষ্যে রবিবার ২২ জুন বাদ মাগরিব ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে জরুরী সভায় সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জরুরী সভায় আরো উপস্থিত ছিলেন,  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ,নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, শহর শাখার শ্রমিক আন্দোলন সভাপতি মোস্তফা তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ।

আরও পড়ুন...

সদর থানা মৎস্যজীবী দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

নিউজ ব্যাংক ২৪. নেট : মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় …