17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শিক্ষা ও তথ্য প্রযুক্তি / মাতুয়াইলে লতিফ ভূইয়া কলেজে ইয়ুথদের বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

মাতুয়াইলে লতিফ ভূইয়া কলেজে ইয়ুথদের বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

নিউজ ব্যাংক ২৪. নেট : ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলাধীন নবগঠিত “মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূইয়া কলেজ ইউনিট” এর SAP (Social Action Project) অন্তর্ভুক্ত ইয়ুথ সদস্যদের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি’র অংশ হিসেবে বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর সকালে মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূইয়া কলেজ প্রাঙ্গণে ফল, ফুল ও ঔষধি গাছ রোপণ করা হয়।

শুধু রোপণ নয় এর সঠিক পরিচর্যায় গাছকে বেড়ে উঠার জন্য কাজ করবে বলে নবগঠিত এই ইউনিটের ইয়ুথ লিডাররা অঙ্গীকারবদ্ধ হন।

উক্ত কর্মসূচিতে উপস্থিত হয়ে ইয়ুথ লিডারদের উৎসাহিত করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের ঢাকা অঞ্চলের সমন্বয়ক বাশরি ইসলাম মাহি, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের ঢাকা অঞ্চলের সাবেক আঞ্চলিক সমন্বয়ক (ঢাকা অঞ্চল) মোহাম্মদ জারিফ অনন্ত, মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বাশার, মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষক মোহাম্মদ রিদওয়ানুল হক। ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মাহমুদ সারোয়ার রনি উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়নে সমন্বয় করেন।

আরও পড়ুন...

সমাজের বৈষম্য দূরীকরণে শিক্ষক-শিক্ষা হচ্ছে সবচাইতে কার্যকর বাহন- শিক্ষা উপদেষ্টা 

নিউজ ব্যাংক ২৪. নেট : “শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা” বিষয়ক মতবিনিময় …