23 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / ধর্মীয় অনুষ্ঠান / মানবতার মুক্তির দূত রাসূল (সা.) এর আদর্শ অনুকরণ, অনুসরণ একমাত্র মুক্তির পথ- আল্লামা সৈয়দ বাহাদুর শাহ 

মানবতার মুক্তির দূত রাসূল (সা.) এর আদর্শ অনুকরণ, অনুসরণ একমাত্র মুক্তির পথ- আল্লামা সৈয়দ বাহাদুর শাহ 

নিউজ ব্যাংক ২৪. নেট : “মানবতার মুক্তির দূত রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুকরণ, অনুসরণ একমাত্র মুক্তির পথ” জশনে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের আনন্দ র‍্যালী শেষে প্রধান অতিথি বক্তব্যে বলেন, আওলাদে রাসূল পীরে কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী (মা:জি:আ:) চেয়ারম্যান- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সাজ্জাদানশীন- ইমামে রাব্বানী দরবার শরীফ, অন্যতম সদস্য- মজলিসে শুরা আহলে সুন্নাত ওয়াল জামায়াত কেন্দ্রীয় পরিষদ।

প্রতি বছরের ন্যায় এবারও ১২ই রবিউল আউয়াল ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় পবিত্র জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আজিমুশ্বান জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী (সা.)’র র‍্যালী শেষে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীর এ মন্তব্য করেন। উক্ত জশনে জুলুস মিছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাইতুল ইজ্জত জামে প্রঙ্গনে সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘটে।
জুলুস পরবর্তী সমাবশে আওলাদে রাসূল পীরে-এ-কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী আরও বলেন, বিশ্ব মানবতার মুক্তির জন্য রাসূলেপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই দূনিয়াতে রাহমাতাল্লিল আলামিন করে প্রেরণ করা হয়েছো যেটা আমাদের জন্য খুশির আনন্দের। তাই আমরা খুশি উদযাপন করি। রাসূলেপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহেলিয়াতের যুগে এসে তার আদর্শের মাধ্যমে জমিনে শান্তি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন যা কেয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষের জন্য অনুকরণীয় অনুসরণীয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দিন,দিন, সেই মহান আদর্শকে ভূলে গিয়ে দূনিয়ার মোহে পরে দুনিয়াবি আদর্শকে আজ নিজেরা আপন করে নিয়েছে যা আমাদের ইহকাল পরকালকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে প্রতিনিয়ত। আমরা ২০২৪ইং সালের ৫ই আগস্টের পরে এই দেশে অসংখ্য মব সন্ত্রাসী কার্যক্রম দেখেছি যারা ইসলামের দোহাই দিয়ে, অসংখ্য ওলী আওলিয়ার মাজার ভেংগে দিয়েছে, মসজিদে হামলা, পবিত্র কুরআন শরীফ পুরানো, লুটপাট, চারদিকে ছিনতাই, রাহাজানি, চুরি, ধর্ষণ, দূর্নীতিতে সয়লাভ দেশ, আজকে মানুষের জান ও মালের নিরাপত্তা নাই দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি এমনকি আমরা দেখতে পেয়েছি বিগত দিনে স্বয়ং আইন শৃঙ্খলা বাহিনী মবের স্বীকার হচ্ছে এই দেশে, যা আমাদেরকে আইয়ামে জাহেলিয়াত ও এজিদী মুসলমানদের কর্মকান্ডের কথা স্মরণ করিয়ে দেয়াএরাই শয়তানের ন্যায় মিলাদুন্নবী (দঃ) আসলে হারাম বেদাতের ফতুয়া দেয়, হিন্দুদের শিরকী মূর্তীপূজার কার্যক্রমে হাসিমুখে অংশগ্রহণ করে, আবার তারাই সাম্প্রদায়িক দাঙা এই দেশে উগ্রবাদের প্রচারের মাধ্যমে লাগিয়ে থাকে।
তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, ভাতৃত্ববাদের ধর্ম, অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা দেয় ইসলাম। ইসলামে উগ্রবাদের কোন স্থান নাই। ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াত, যেই আদর্শের মাধ্যমে আওলীয়াকেরামগণ এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। আওলিয়াকেরামগন আমাদেরকে শান্তির ইসলাম ও ত্যাগের ইসলামের শিক্ষা দিয়ে গিয়েছেন তাই আমরা সর্বদা রাষ্ট্রের মঙ্গল কামনায়, এই দেশের মানুষের মঙ্গলের স্বার্থে শান্তিপ্রিয়ভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের এই শান্তিপ্রিয় অবস্থানের সুযোগ নিয়ে উগ্রপন্থী এজিদের ইসলামের দলেরা রাস্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য দেশকে অস্থিতিশীল করে তুলেছে প্রতিনিয়ত।
আল্লামা সৈয়দ বাহাদুর শাহ আরও বলেন, এই মব সন্ত্রাসীরা, উগ্রবাদীরা ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, নবী বিদ্বেষী, মিলাদুন্নবী (দ:) বিদ্বেষী, তারা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিশ্বাস করেনা, তারাই এদেশে জঙ্গীবাদের মদদদাতা। তাই এখন আর আমদের চুপ করে বসে থাকলে চলবেনা আঘাত আসলে প্রতিঘাত করতে হবে। সেই লক্ষ্য নিয়েই আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর ঐক্য করা হয়েছে। আমরা সুন্নীয়াতের রাজনৈতিক ঐক্য করেছি। আমরা আগামীতে আমাদের জবাব ব্যালটের মাধ্যমে দিবো ইন শা আল্লাহ। এই বাংলাদেশ আগেও সুন্নীয়াতের ছিলো, ইন শা আল্লাহ আগামীদিনেও সুন্নিয়াতের বাংলাদেশ থাকবে। তাই আসুন সকল মানবরচিত মতবাদকে ভুলে গিয়ে রাসূলেপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এই দুনিয়াতে আগমন করেছেন তাই আমরা সকলে আকড়ে ধরি।”
উক্ত জুলুস মিছিলে আরো উপস্থিত ছিলেন- আওলাদে রাসূল, সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী আল আবেদী, ভাইস চেয়ারম্যান- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, মো: হাবীবুর রহমান (হাবীব) সভাপতি পবিত্র জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী মিলাদুন্নবী (দঃ) উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলা, মো: নুরুল ইসলাম, সিনিয়র-সহ সভাপতি- পবিত্র জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী মিলাদুন্নবী (দঃ) উদযাপন নারায়ণগঞ্জ জেলা, মো:আরমান খন্দকার, সাধারণ-সম্পাদক- পবিত্র জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী মিলাদুন্নবী (দ:) উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলা, মো: তরিকুল হাসান লিংকন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জাকির খান-সাবেক সভাপতি, ছাত্রদল নাঃগঞ্জ জেলা, মো:রাহাত হাসান (রাব্বী), সাংগঠনিক সম্পাদক- ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, মো: শাহ নিয়াজুল ইসলাম (নাঈম) অর্থ-সম্পাদক, জশনে ঈদ-এ-মিলাদুন্নবী(দঃ) উদযাপন কমিটি জুলুস কমিটি নাঃগঞ্জ জেলা, মো: আলী, যুগ্ম-আহবায়ক- ইসলামিক যুবফ্রন্ট নাঃগঞ্জ জেলা, মো: আব্দুল মালেক, মাওলানা হেলাল উদ্দীন আল-আবেদী, মাওলানা হাফেজ বাসেদ, মাওলানা মহিউদ্দিন হামেদী, মাওলানা একরাম হোসেন, হেদায়েত উল্লাহ, ইদ্রিস সহ স্থানীয় আলেম ওলামা, পীর মাশায়েখগণ।
পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মিলাদ ও দোয়ার মাধ্যমে জশনে জুলুসের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন...

উৎসবমুখর পরিবেশে রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : দেশের ঐতিহ্যবাহী সনাতনধর্মের তীর্থস্থান নারায়ণগঞ্জের চাষাড়াস্থ শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন …