নিউজ ব্যাংক ২৪. নেট : জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ও তার কার্যক্রম সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট স্মারকলিপি প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার ৭ আগষ্ট সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এ উপরোক্ত বিষয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানের নেতৃত্বে স্মারক লিপি প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি কামাল উদ্দিন দাইমি, সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার, প্রচার সম্পাদক তাজুল ইসলাম আব্বাস, মাওলানা দেলোয়ার, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা সাজ্জাদ হোসাইন প্রমুখ।
জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশ কর্তৃক প্রদানকৃত ঐ স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে,
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ দেশের জনগণের ন্যায্য অধিকার, ন্যায় বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করে আসছে। বিগত জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার কাতারে একাকার হয়ে অগ্রণী ভুমিকা পালনকারী এই দল অন্তর্বর্তী সরকারকেও সার্বিক সহযোগিতা করে আসছে।
তবে দুঃখজনক হলেও সত্য যে, সম্প্রতি বর্তমান সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কোনরূপ আলোচনা ছাড়াই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চালু সংক্রান্ত ৩ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেছে। যা দেশ ও বিদেশে ব্যাপক ভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। এ চুক্তির ফলে এক দিকে যেমন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে, এতদাঞ্চলের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ আক্রান্ত হবে, অপরদিকে জুলাই গণ-অভ্যুত্থানের অবেদন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে।
এমতবস্থায় দেশের জনগণ ও ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে আমরা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিকট ঢাকায় জাতিসংঘের মানবাধিকর কমিশনের অফিস খোলার চুক্তি বাতিল করার জোর দাবি জানাচ্ছি।
কারণ:
“(১) দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
(২) সমকামিতা, ট্রান্সজেন্ডার ও বাকস্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মত বিতর্কিত বিষয়গুলোকে জাতিসংঘের এই কমিশন মানবাধিকারের অন্তর্ভুক্ত মনে করে। এই অফিস কার্যত মানবাধিকারের নামে ইসলামবিরোধী পশ্চিমা এই সংস্কৃতিগুলোকেই এ দেশে প্রমোট করবে।
(৩) বাংলাদেশের বিচার ব্যবস্থা ও মানবাধিকার কমিশনের স্বাধীনতা বিপন্ন হবে।
(৪) বহুল আলোচিত পার্বত্য অঞ্চল নিয়ে আলাদা একটি খৃষ্টান রাজ্য প্রতিষ্ঠার পথ সুগম করবে।
(৫) আবহমানকাল থেকে চলে আসা বাংলাদেশের মুসলিম পারিবারিক ঐতিহ্য বিনষ্ট হবে।”

তাছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন শাখার সভাপতি হাজী মো. জসিম আলী শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান’র নেতৃত্বে শুক্রবার ৮ আগষ্ট সকালে তাকে দেখতে যান জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দরা। এ সময় অসুস্থ জসিম আলীর শারীরিক খোঁজ খবর নেন, চিকিৎসার খোঁজ খবর নেন, তার সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন জমিয়ত জেলার নেতৃবৃন্দরা। জমিয়ত জেলার নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কামাল উদ্দিন দাইমি, মুফতী হারুন অর রশীদ, তাজুল ইসলাম আব্বাস, মো. মোশাররফ, রানা, রুহুল আমিন, হাজী মোক্তার হোসেন প্রমুখ।
newsbank24.net সত্যের পথে সবসময়