26 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / মানিকগঞ্জে পুত্রবধূর হাতে শাশুড়ি খুন

মানিকগঞ্জে পুত্রবধূর হাতে শাশুড়ি খুন

নিউজ ব্যাংক ২৪. নেট : মানিকগঞ্জের সিংগাইরে পুত্রবধূর পরকীয়ায় বাধা দেয়ায় শাশুড়িকে খুন করার অভিযোগে পুত্রবধুকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।

ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নের ছোট বরুন্ডি গ্রামে। নিহত তহুরা বেগম (৫০) ওই গ্রামের সোনামুদ্দিন বিশ্বাসের স্ত্রী।

স্থানীয়রা জানান, মালয়েশিয়ায় প্রবাসী রাসেল ৮ মাস আগে দেশে আসেন। দু‘মাস আগে হরিরামপুর উপজেলার রামকৃষ্ণ ইউনিয়নের আলগীর চর গ্রামের সিদ্দিক মোল্লার মেয়ে আইরিন আক্তার (২৬) কে বিয়ে করেন। এরপর গত ২ জানুয়ারি রাসেল প্রবাসে চলে যান। পরকীয়ায় বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাতে খাবার শেষে পুত্রবধূ আইরিন শ্বশুরও শাশুড়িকে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়ান। পরে তারা দুজনে ঘুমিয়ে পড়েন। রাত ১২ টার দিকে সুযোগ বুঝে ধারালো ছুরি দিয়ে শাশুড়িকে উপর্যপুরি কুপিয়ে হত্যা করে টয়লেটে রাখেন। এরপর শ্বশুরকে আঘাত করলে তিনি চিৎকার শুরু করেন। রাত ১ টার দিকে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা পুত্রবধুকে আটক করে বেঁধে রাখে। ৯৯৯ লাইনে কল করলে সিংগাইর থানার ওসি তদন্ত মানবেন্দ্র বালো লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, মূল হোতা আইরিনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন...

আওয়ামীলীগ সরকার আমলে আমি বৈষম্যের স্বীকার হয়েছি, যা এখন অব্যাহত রয়েছে- সেলিম প্রধান

নিউজ ব্যাংক ২৪. নেট : রূপগঞ্জের মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বাহিনী কর্তৃক জেবি গ্রুপের চেয়ারম্যান …