17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / মানুষের জীবন রক্ষায় সরকার ব্যার্থ হয়েছে- কমিউনিস্ট পার্টি

মানুষের জীবন রক্ষায় সরকার ব্যার্থ হয়েছে- কমিউনিস্ট পার্টি

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি – সিপিবি নারায়ণগঞ্জ শহর কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ২৩ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ টায় জনজীবনের নানান সংকট সমাধানে সরকারের ব্যার্থতার প্রতিবাদে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করে নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি কমরেভ আ: হাই শরীফ।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবর্তী, জেলা সস্পাদক মন্ডলীর সদস্য কমরেড বিমল কান্তি দাস, শাহানারা বেগম, সুজয় রায় চৌধুরী বিকু, ইকবাল হোসেন, জেলা কমিটির সদস্য কমরেড শোভা সাহা, কমরেড শিশির চক্রবর্তী, শহর কমিটির সদস্য কমরেড মৈত্রী ঘোষ প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গুজ্বর মহামারি আকার ধারন করেছে। এই মহামারি সারাদেশে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে কিন্তু সরকার একেবারে নিরব ভূমিকায় আছে। সরকারের উচিৎ ছিল ডেঙ্গু প্রতিরোধে জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়া, তা নেয়নি। আমরা উল্টোভাবে দেখছি হাসপাতালে পরীক্ষার ব্যাবস্থা নেই, বাজারে স্যালাইন পাওয়া যাচ্ছে না, ঔষধের কালোবাজারী চলছে। ঔষধ ছাড়াও বাজারে সকল পণ্যের মূল্য হু হু করে বাড়ছে, লুটেরা বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না। জনগণের জানমাল রক্ষায় সরকার কোন দায়িত্ব পালন করছে না। শ্রমজীবী মানুষের জীবনে এক চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা অবিলম্বে ডেঙ্গু প্রতিরোধে সরকারের বাস্তব পদক্ষেপ দেখতে চাই, লুটেরা বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যাবস্থা দেখতে চাই। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জ শহর প্রদক্ষিণ করে।

আরও পড়ুন...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে মিলাদ, দোয়া ও খিচুড়ি বিতরণ

নিউজ ব্যাংক ২৪. নেট : মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় …