নিউজ ব্যাংক ২৪. নেট : জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান সেলিম সাংবাদিকদের কাছে বলেন, কিছু মিথ্যা সাজানো মামলায় প্রতিনিয়তই আমাকে নারায়ণগঞ্জ আদালতে এসে হাজিরা দিতে হচ্ছে। আজও তার ব্যাতিক্রম হয়নি।
গত বৃহস্পতিবার ৩১ জুলাই সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়া্যাল আদালতে এসে মামলার হাজিরা শেষে সেলিম প্রধান এমন কথা বলেন।
তিনি আরও বলেন, গোলাম দস্তগীর গাজীর দায়ের করা একটি মামলায় আমি আদালতে এসেছি। দেশে এসব কি হচ্ছে? ভূলতা হাই স্কুলে সরকারি বউ নাকি চুরি হয়ে গেছে। কারা নাকি বইগুলো চুরি করেছে। গত ১৬ বছরের একটি জঘণ্যতম ঘটনা এটি। রূপগঞ্জের একটি শিক্ষাঙ্গনে ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় খুবই বাজে রেজাল্ট করেছে। মানুষের মাঝে কোন স্বাধীনতা নাই। রূপগঞ্জে ইচ্ছে করলেই সত্যি কথা বলা যায়না। এদেশে প্রবাসী যারা আছে তারা যদি ভোট না দিতে পারে তাহলে সরকারকে বলতে চাই, প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার একশত ভাগ নিশ্চিত করতে হবে। নির্বাচন করতে হলে সবার আগে পরিবেশ তৈরী করতে হবে। সকল রাজনৈকিত দলগুলোর ভেতরে ঐক্য গড়ে তুলতে হবে।