15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / জাতীয় / মুক্তিযোদ্ধারা জাতির সূর্যসন্তান, আপনাদের দেখে আমরা গর্ববোধ করি।”- ডিসি জাহিদুল

মুক্তিযোদ্ধারা জাতির সূর্যসন্তান, আপনাদের দেখে আমরা গর্ববোধ করি।”- ডিসি জাহিদুল

নিউজ ব্যাংক ২৪. নেট : “আমার দরজা সকল বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের জন্য সবসময় খোলা।” বিশেষ করে মুক্তিযোদ্ধাদের জন্য তো অবশ্যই, কারণ আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। আর মুক্তিযোদ্ধারা এ জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

‎বৃহস্পতিবার ১৪ আগস্ট বিকেলে নগরীর ১ নম্বর খেয়াঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলা‌দেশ মু‌ক্তি‌যোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

‎জেলা প্রশাসক আরও বলেন, যারা দেশের জন্য জীবন বাজি রেখে শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই এই দেশ অর্জিত হয়েছে। তিনি বলেন, “আপনারা জাতির সূর্যসন্তান, আপনাদের দেখে আমরা গর্ববোধ করি।” তিনি আরও জানান যে তার বাবাও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তাই মুক্তিযোদ্ধাদের প্রতি তার বিশেষ সম্মান ও আন্তরিকতা রয়েছে।

‎সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোহাম্মদ আলী। তিনি বলেন, জেলা প্রশাসক একজন মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায় তিনি তাদের প্রতি খুবই আন্তরিক। তাই তার কাছে আমাদের কোনো চাওয়া-পাওয়া নেই।

আরও পড়ুন...

না’গঞ্জে ভূমি মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য …