28 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / মেয়র আইভী আরও জনপ্রিয়, রাজনৈতিক প্রতিহিংসায় গ্রেফতার- নগরবাসীর অভিমত

মেয়র আইভী আরও জনপ্রিয়, রাজনৈতিক প্রতিহিংসায় গ্রেফতার- নগরবাসীর অভিমত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষের মাঝে চলছে মিশ্র আলোচনা ও সমালোচনা।

গত শুক্রবার ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি ও ফতুল্লা থানায় একটি মামলা আছে। তাকে সিদ্ধিরগঞ্জ থানার মামলায় গ্রেফতার করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ৮ মে দিবাগত রাত ১১টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকার আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করে। এসময় আইভীর গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে এলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এসময় আইভীর বাড়ির দিকে যাওয়ার চারটি রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভীর সমর্থকরা। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির দিকে যাওয়ার আহ্বান জানান তারা।

বাড়ি থেকে বের হওয়ার আগে আইভী বলেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলায় যদি আমার শাস্তি হয় তাহলে আমি তা মাথা পেতে নেব। আমি কোনো অন্যায় করিনি, চাঁদাবাজি করিনি, হত্যা করিনি। যখন নারায়ণগঞ্জের একটা মানুষও কথা বলতো না প্রতিবাদ করতো না তখন ত্বকী হত্যার প্রতিবাদসহ সব প্রতিবাদ আমি করেছি। আমি আপনাদের সেবা দিয়েছি।

তিনি আরও বলেন, আপনারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, নতুন সরকার এসেছে। আমি কোনো অপরাধ করিনি তাহলে কেন আমাকে গ্রেফতার, জানতে চাই সরকারের কাছে। আমার ভাইকে আমরা হারিয়েছি এক মাস হয়নি, তিনটা ছেলে-মেয়ে। এমন অবস্থায় আমি তো বাড়িতেই ছিলাম, পালাইনি তবে কেন গ্রেফতার?

সাবেক মেয়র আইভী’র গ্রেফতারে বর্তমান সময়ের বেশীরভাগ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বাহবা দিলেও নারায়ণগঞ্জের আপামর জনসাধারণের মতে তাকে গ্রেফতার করা হয়েছে কেবল রাজনৈতিক প্রতিহিংসায় ইর্ষাণিত হয়ে। অনেকের মতে আইভী দল ও মতের উর্ধে থেকে তিনি এই শহরের ব্যাপক উন্নয়ন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ওসমান পরিবারের সাথে বিরোধ রেখে ন্যায় ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখিয়েছেন তিনি। তাছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ২৭টি ওয়ার্ডের এমন কোন এলাকা নেই যে সেখানে আইভী উন্নয়ন করেননি। বিশেষ করে নারায়ণগঞ্জ সিটি এলাকায় বসবাসকারী মহিলারা দল ও মতের উর্ধে মেয়র আইভীকে ক্লিন ইমেজের জন্য পচ্ছন্দ করেন। আইভী মেয়র নির্বাচিত হওয়ার পর উন্নয়নমূলক কাজগুলো করতে গিয়ে অনেক সময় বড় বড় বাঁধার শিকার হয়েছেন। তারপরও তিনি নগরবাসীর স্বার্থে সকল বাঁধা অতিক্রম করে সাধারণ মানুষের ক্যালাণে কাজ করে গেছেন। আর ৫ ই আগষ্ট ফ্যাসিষ্ট সরকারের পতনের পর থেকে সাবেক মেয়র আইভী তার ব্যক্তিগত ইমেজের কারনে নিজ বাড়ীতেই অবস্থান করছিলেন।

আরও পড়ুন...

যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের মদদে ইসরাইল যুগের পর যুগ ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে- খেলাফত মজলিস

নিউজ ব্যাংক ২৪. নেট : খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ বলেছেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড় …