নিউজ ব্যাংক ২৪. নেট : মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে যাকিয়া-এ-মোহাম্মদী দরবার শরীফে ওয়াজ মাহফিল, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১২ ডিসেম্বর বাংলা ২৭ অগ্রহায়ণ বাদ এশা হতে সারা রাত ব্যাপী মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর এলাকার মাস্তানবাজার ভূবনগাড়া এলাকাস্থ যাকিয়া-এ-মোহাম্মদী দরবার শরীফে এ মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।

আধ্যাত্মিক সাধক সূফী কবি হযরত কাজী মোহাম্মদ ছাদেক শাহ চিশতি (রহঃ) ফাতেহা শরীফে আগত ভক্তবৃন্দ ও মুরিদানের উদ্দেশ্য ওয়াজ নসিহত সহ আখেরী মোনাজাত করেন। এরপর সারারাত ব্যাপী ধর্মীয় গান অনুষ্ঠিত হয়।
যাকিয়া-এ-মোহাম্মদী দরবার শরীফের পীর আধ্যাত্মিক সাধক সূফী কবি হযরত কাজী মোহাম্মদ ছাদেক শাহ চিশতি (রহঃ) বক্তব্যে বলেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, মানুষ হত্যা মহা পাপ। যারা ক্ষমতার লোভে আজ নিরীহ মানুষ হত্যা করছে, তারা জাহান্নামি। মহান আল্লাহ এবং নবী রাসূলগন বান্দাদের কোন দিন এ শিক্ষা দেয় নি। তারা মানুষের জন্য আল্লাহর দিনের শিক্ষা ও মানুষের কল্যানের জন্য কাজ করতে উৎসাহিত করেছেন। আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আর মহান আল্লাহর হুকুম এবং রাসূল (সাঃ) এর সুন্নাতের অনুসরণ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, নূর এ মোহাম্মদী জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ মোল্লা, পঞ্চায়েত কমিটির সদস্য মোঃ মহসিন মোল্লা, সমাজসেবক মোঃ মাহমুদ পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ উজ্জ্বল মোল্লা, মোঃ সিরাজ মিয়া, মোঃ শরিয়ত উল্লাহ, মোঃ রওশন আলী, মোঃ কামাল মিয়া, মোঃ সিরাজ মাদবর, মোঃ আবু সালেহ মোল্লা, মোঃ মিঠু, মোঃ টিটু প্রমুখ।
newsbank24.net সত্যের পথে সবসময়