28 Ashin 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / যানজট নিরসন কর্মীদের উপর হামলার ঘটনার প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন বিশিষ্ট ব্যবসায়ী সোহেল

যানজট নিরসন কর্মীদের উপর হামলার ঘটনার প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন বিশিষ্ট ব্যবসায়ী সোহেল

নিউজ ব্যাংক ২৪. নেট : অ‌টো রিক্সা চালক‌দের সাথে তর্ক-‌বিতর্ক চল‌ছিল, সেসময় চাল‌কের মোবাইল ফোন ও ‌সিট জব্দ ক‌রে রা‌খে যানজট নিরসন কর্মীরা। ওই সময় প‌রি‌স্থি‌তি শান্ত কর‌তে গি‌য়ে উল্টো নিরসন কর্মীদের তো‌পের মু‌খে প‌ড়ে মি‌ছি‌লে আগত ‌নেতাকর্মীরা। বিষয়টি খুবই দুঃখজনক ব্যাপার।

এ তুচ্ছ ঘটনাকে পুঁজি করে একটি বিশেষ মহল রাজনৈতিক অসৎ উদ্দেশ্য হাসিল করা লক্ষ্যে আমাদের বিরুদ্ধে যানজট নিরসন কর্মীদের উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন, নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসন কর্মীদের উপর হামলা অভিযোগের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে বলেন, প্রাইম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্রাইম ওয়াশিং প্লান্ট এর পরিচালক জহির আহমেদ সোহেল।

গণমাধ্যমে তিনি আরও বলেন, বুধবার ৮ অ‌ক্টোবর বিকা‌লে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের উদ্যো‌গে তা‌রেক রহমা‌নের ৩১ দফা বাস্তবায়‌নে প্রচারণামূলক মিছিল চলাকা‌লে এ ঘটনা ঘ‌টে। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সকলের প্রতি সহমর্মিতা জানাই। আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন আমরা দলের নীতি আদর্শ বিচ্যুতি হবে এমন কোন কাজের সাথে সংপৃক্ত নই।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী …