17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকতে জোসেফের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকতে জোসেফের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরের তিনটি স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ এ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।

রবিবার ২৭ অক্টোবর দিনব্যাপী মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের সার্বিক ব্যবস্থাপনায় সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের তিনটি স্থানে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় ফ্রীতে জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাঃ গোলাম রসুল, ডাঃ জুয়েল মাহমুদ, ডাঃ রবিউল ইসলাম, ডাঃ হামিদা খাতুন দিনব্যাপী সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন।

এর আগে সকালে জোসেফ নেতাকর্মীদের নিয়ে ঢাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদল নেতা মোঃ রবিন, আব্দুর রহমান, সঞ্জয় চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে মিলাদ, দোয়া ও খিচুড়ি বিতরণ

নিউজ ব্যাংক ২৪. নেট : মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় …