17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / রাজধানীতে ছুরিকাঘাতে ১ যুবকের মৃত্যু

রাজধানীতে ছুরিকাঘাতে ১ যুবকের মৃত্যু

নিউজ ব্যাংক ২৪. নেট : রাজধানীর মিরপুর মাজার রোডে এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে, যিনি স্বেচ্ছাসেবক লীগের কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত মো. শাহ আলমের (৩০)  মিরপুর-১ নম্বর এলাকার সৈয়দ আলী মিয়ার পুত্র। শনিবার রাত ১০টার দিকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হন শাহ আলম।

আহত শাহ আলমকেে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় মো. হৃদয় নামের এক যুবক। সে সাংবাদিকদের জানান, কয়েকজন যুবক শাহ আলমকে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে তুলে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই আমরা। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তখন ডাক্তার জানান, আগেই মৃত্যু হয়েছে। নিহত শাহ আলম ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কর্মী ছিলেন বলে জানান হৃদয়।

দারুস সালাম থানার এএসআই আব্দুল গফুর বলেন, আধিপত্যের বিরোধে শাহ আলমকে রাস্তার মধ্যে কোপায় দুর্বৃত্তরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য নাবিল খানের অনুসারী। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এএসআই গফুর।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শাহ আলমের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন...

ইউনাইটেড কস্টিউম লিঃ ও আর.এন নিট টেক্স লিঃ এর সকল শ্রমিকদের ১২ দফা দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ইউনাইটেড কস্টিউম লিমিটেড ও আর.এন নিট টেক্স লিমিটেড এর …