18 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / রাসূল (সাঃ) কে কটুক্তি’র প্রতিবাদে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ না’গঞ্জ জেলার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাসূল (সাঃ) কে কটুক্তি’র প্রতিবাদে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ না’গঞ্জ জেলার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

 

নিউজ ব্যাংক ২৪. নেট : “ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা” ও “বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত নারায়ণগঞ্জ জেলা” কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার ১০ জুন বাদ জুম্মা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান মহোদয় আওলাদে রাসূল (দঃ) আল্লামা সাইয়্যেদ বাহাদুর শাহ মোজাদ্দেদী হুজুর কেবলার নির্দেশে ভারত এর বিজিপি নেতা কর্তৃক মুসলমান জাতির ঈমান নবী পাক (দঃ) ও উম্মুল মুমিনীন আয়শা সিদ্দিকী (রাঃ) এর কটুক্তি ও অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হইতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে অবশেষে নারায়ণগঞ্জ এর প্রেস ক্লাব এর সামনে বক্তব্য প্রদানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এর সভাপতিত্ব করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি এডভোকেট এ.এম.এম.একরামুল হক।

উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ, বাংলাদেশে হিজবুর রাসূল (দঃ) নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ এর সেনানীবৃন্দ এবং বিভিন্ন আলেম-ওলামায় ও সুন্নী জনতা আশেকে রাসূলগণ।

আরও পড়ুন...

ইউনাইটেড কস্টিউম লিঃ ও আর.এন নিট টেক্স লিঃ এর সকল শ্রমিকদের ১২ দফা দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ইউনাইটেড কস্টিউম লিমিটেড ও আর.এন নিট টেক্স লিমিটেড এর …