18 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / রূপগঞ্জে কিশোর সজল হত্যা ঘটনায় প্রধান আসামি পঁচা জয়নালসহ র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার ৭

রূপগঞ্জে কিশোর সজল হত্যা ঘটনায় প্রধান আসামি পঁচা জয়নালসহ র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার ৭

 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোর সজল হত্যা ঘটনায় জড়িত সাত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।


মঙ্গলবার ২১ জুন দিবাগত রাতে ঢাকার দোহার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন জয়নাল ওরফে পঁচা জয়নাল (৩৮), শাকিল (২৪), দারোয়ান বাবু (৩২), সোহেল (২৭), শাহাদাত (১৯), মাসুদ (২২) এবং সিফাত (১৮)।

মঙ্গলবার ২১ জুন দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, গত ১৭ জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে টানা সংঘর্ষে আহত হয়ে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
কিশোর সজল (১৫) এর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা
বাদী হয়ে রুপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, মূলত এলাকায় আধিপত্য
বিস্তারকে কেন্দ্র করে উল্লেখিত গ্রুপের মধ্যে প্রায় দেড়
মাস ধরে দফায় দফায় সংঘর্ষ চলে আসছিল।গ্রেফতারকৃত
আসামিদের বিরুদ্ধে উক্ত মামলা ছাড়াও আরও একাধিক
মামলা রয়েছে। তন্মধ্যে পঁচা জয়নালের বিরুদ্ধে তিনটি
হত্যা মামলা ও তিনটি অস্ত্র মামলাসহ ১৭টি মামলা রয়েছে। মামলার ৩ নং আসামি শাকিলের নামে নয়টি, বাবুর নামে চারটি এবং সোহেলের নামে একটি করে মামলা রয়েছে।

আসামীদের রুপগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...

আইনশৃঙ্খলা রক্ষায়, কোনো অবস্থায় মিথ্যা মামলা নেয়া যাবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ব্যাংক ২৪. নেট : আইন শৃঙ্খলা রক্ষায় যে যা ই বলুক না কেন কাজ করে যেতে …