26 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / রূপগঞ্জে বিদেশী পিস্তল ও ম্যাগজিন সহ ১ জন সন্ত্রাসী গ্রেফতার

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও ম্যাগজিন সহ ১ জন সন্ত্রাসী গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ছয় বোতল মদ সহ মাহফুজ (২২) নামের এক সন্ত্রাসী কে গ্রেফতার করেছে  রূপগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাহফুজ রূপগঞ্জ থানার গোলাকান্দাইল নতুন বাজারস্থ এলাকার মিছির আলী মিয়ার পুত্র।

মঙ্গলবার ২ জানুয়ারি দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা রাসেল (পি পি এম)।

তিনি জানান, গ্রেফতারকৃত  মাহফুজ একজন দূর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা রক্ষার বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে পুলিশ রূপগঞ্জ থানার গোলাকান্দাইল নতুন বাজারে লোকমানের বাড়ীর সামনে অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় বোতল বিদেশী মদসহ মাহফুজকে গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃত মাহফুজের সাথে থাকা আরো কয়েকজন সন্ত্রাসী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয় যায়। তার বিরুদ্ধে হত্যা, গণ ধর্ষন, দ্রুত বিচার আইন সহ ৫ টি মামলা রয়েছে।

তিনি আরো জানান, আসন্ন নির্বাচন কে কেন্দ্র করে পুলিশের যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে এবং নির্বাচনের পরে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ টিম কাজ করবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের দিন যদি ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে সে যেই দলের বা যার লোকই হউক না কেনো, কোন প্রকার ছাড় দেয়া হবে না। নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলার চেষ্টা যে করবে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবেনা।

আরও পড়ুন...

আওয়ামীলীগ সরকার আমলে আমি বৈষম্যের স্বীকার হয়েছি, যা এখন অব্যাহত রয়েছে- সেলিম প্রধান

নিউজ ব্যাংক ২৪. নেট : রূপগঞ্জের মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বাহিনী কর্তৃক জেবি গ্রুপের চেয়ারম্যান …