নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ধসঢ়;ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। চাঞ্চল্যকর বিভিন্ন মামলার এজাহারনামীয় এবং ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১,আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল কর্তৃক বুধবার ৮ মার্চ ২০২৩ খ্রিঃ সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ পুল এলাকা হতে কর্তব্যরত ট্রাফিক পুলিশের উপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় ভিডিও ফুটেজের মাধ্যমে সনাক্তকৃত প্রধান আসামী আলামিন (২২), পিতা- মোঃ সেন্টু জমাদার’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আলামিন (২২) বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানাধীন পাতারহাট এলাকার বাসিন্দা। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বসবাস করে। গ্রেফতারকৃত আসামী আলামিন (২২) একজন পেশাদার ভ্যানচালক। গত ৫ মার্চ ২০২৩ খ্রিঃ রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে যান চলাচল বন্ধে কর্তব্যরত ছিলেন কনস্টেবল মোঃ সুলতান আহম্মেদ। এ সময় উল্টোপথে সাইনবোর্ড থেকে চিটাগাং রোডগামী একটি অটোরিকশা আসতে দেখে থামতে বলেন। কিন্তু অটোরিকশা চালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নারী যাত্রী নিলুফা সহ
রিক্সাটি উল্টে পড়ে যায় এবং ঐ নারী যাত্রীর ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে যায়। পরে ওই নারী তার মোবাইলের জরিমানা স্বরূপ কর্তব্যরত কনস্টেবল মোঃ সুলতানের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং তার কলার ধরে টানা-হেঁচড়া করে। এমতাবস্থায়, গ্রেফতারকৃত আসামী আলামিন (২২) আশে-পাশের ০৫/০৬ জন অজ্ঞাতনামা লোকসহ ঐ নারীর সাথে একত্রিত হয়ে পুলিশ কনস্টেবল মোঃ সুলতান আহম্মেদ এর উপর অর্তকিত হামলা করে। হামলায় পুলিশ সদস্য গুরতরভাবে আহত হয়। এই ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।
উক্ত ঘটনায় শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের এএসআই দিলীপ কুমার বাদী হয়ে ঘটনাস্থলে গ্রেফতারকৃত ঐ নারীসহ অজ্ঞাতনামা ০৫/০৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-১১, তারিখ- ০৬ মার্চ ২০২৩ খ্রিঃ। এরই
প্রেক্ষিতে র্যাব-১১, সিপিএসসি এর একটি চৌকস গোয়েন্দা দল উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের জন্য যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার বিভিন্ন লোকেশনের ভিডিও ফুটেজ সংগ্রহপূর্বক বিশ্লেষণ করে। ভিডিও ফুটেজ এর মাধ্যমে আসামী আলামিন (২২)’কে সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আলামিন (২২) বর্ণিত ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সিদ্ধিরগঞ্জ থানা,
নারায়ণগঞ্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।