নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ধসঢ়;ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল কর্তৃক গত মঙ্গলবার ১১ এপ্রিল ২০২৩ খ্রিঃ দুপুরে ডিএমপি, ঢাকার পল্টন থানাধীন রমনা ভবন মার্কেট হতে চেক প্রতারণা মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সঞ্জয় চন্দ্র সাহা (৪০), পিতা- প্রজিত চন্দ্র সাহা’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী সঞ্জয় চন্দ্র সাহা (৪০) কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন চাপানগর এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামী সঞ্জয় চন্দ্র সাহা (৪০) মডার্ণ হারবাল লিঃ এর একজন কর্মচারী। সে ২০১৮ সালে মামলার বাদী ডাঃ ওয়াহেদুজ্জামান এর নিকট থেকে শেয়ার বাজারের ব্যবসার লোভ দেখিয়ে প্রতারণা করে পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাৎ করে। গ্রেফতারকৃত সঞ্জয় উক্ত টাকা ফেরত না দিয়ে বাদীকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে থাকে। পরবর্তীতে সে প্রতারণা করার উদ্দেশ্যে বাদীকে পঞ্চাশ লক্ষ টাকার একটি ভূয়া চেক প্রদান করে। বাদী তার টাকা না পেয়ে অসহায় হয়ে কুমিল্লা জেলার বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন যার সিআর মামলা নং-৩৩৮/১৯, দায়রা নং-৮৯০/২২।
এছাড়াও আরো জানা যায়, গ্রেফতারকৃত সঞ্জয় একজন পেশাদার প্রতারক। সে অভিনব কৌশলে সমাজের সম্ভ্রান্ত লোকদের নিকট থেকে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করে। টাকা-পয়সা নিয়ে প্রতারণার জন্য আসামী সঞ্জয় এর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ১০ টি মামলা চলমান রয়েছে বলে জানা যায়। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামী সঞ্জয় চন্দ্র সাহা (৪০)’কে দোষী সাব্যস্ত করে ০১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর হতে গ্রেফতারকৃত আসামী সঞ্জয় চন্দ্র সাহা (৪০) দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।