16 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / র‌্যাব-১১ অভিযানে ৭ কেজি ৫শত গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১১ অভিযানে ৭ কেজি ৫শত গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

নিউজ ব্যাংক ২৪. নেট :  র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধসঢ়;ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল বুধবার ৮ মার্চ ২০২৩ তারিখ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরীঘাটস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ আসামী মোঃ রফিকুল ইসলাম (২৮), পিতা- জাহাঙ্গীর কবির, মাতা-জেসমিন, সাং-ধাওয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর’কে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরীঘাটস্থ এলাকা হতে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন...

সাবেক ডিআইজি গাজী মোজাম্মেল গং এর বিরুদ্ধে বসতবাড়ী অবৈধ দখলে অভিযোগ

নিউজ ব্যাংক ২৪. নেট : ভূমিদস্যু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যাকারী, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, …