18 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / র‌্যাব-১১ এর অভিযানে সিদ্ধিরগঞ্জ হতে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১১ এর অভিযানে সিদ্ধিরগঞ্জ হতে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : র‌্যাব-১১, সিপিএসসি’র মাদক বিরোধী অভিযানে গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত শনিবার ১২ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দে সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী নতুন বাজার এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ৯৯০ পিস ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ নাহিদ হাসান (২৭), ২। মোঃ রহিম শাহরুখ (২৪) এবং ৩। মোঃ সোহেল (২০)।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ নাহিদ হাসান ও মোঃ রহিম শাহরুখ এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী নতুনবাজার ও ৩নং বালুর মাঠ বিহারীপট্টি এলাকায় এবং অপর আসামী মোঃ সোহেল এর বাড়ি পটুয়াখালী জেলার সদর থানাধীন জামলা এলাকায়। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসছে বলে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন...

ইউনাইটেড কস্টিউম লিঃ ও আর.এন নিট টেক্স লিঃ এর সকল শ্রমিকদের ১২ দফা দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ইউনাইটেড কস্টিউম লিমিটেড ও আর.এন নিট টেক্স লিমিটেড এর …