15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / র‌্যাব-১১ এর অভিযানে ১,১৫০ লিটার চোরাই তেলসহ চোরাই চক্রের ১জন সক্রিয় সদস্য গ্রেফতার

র‌্যাব-১১ এর অভিযানে ১,১৫০ লিটার চোরাই তেলসহ চোরাই চক্রের ১জন সক্রিয় সদস্য গ্রেফতার

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গত ২৬ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দে দুপুর ১টা ৩০মিনিট ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এসও রোড মেঘনা ওয়েল ডিপো এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭টি ড্রাম ভর্তি ১,১৫০ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়।

এ সময় চোরাই চক্রের সক্রিয় সদস্য ১। মোঃ মাহবুবুর রহমান ওরফে মামুন (৪৫)’কে গ্রেফতার করা হয় এবং চোরাই সিন্ডিকিটের সদস্য মোঃ আরিফ (৩৫) কৌশলে পালিয়ে যায়। এর আগে গত ২৫ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দে একই এলাকায় অভিযান চালিয়ে ৩৭ টি ড্রাম ভর্তি ৭,৬৬০ লিটার চোরাই তেল উদ্ধারসহ মোঃ শাহাজাহান (৩৫) নামক চোরাই চক্রের সক্রিয় এক সদস্য’কে গ্রেফতার করা হয়েছিল।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত মেঘনা ও পদ্মা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে যা বিভিন্ন সময় পত্র পত্রিকায় খবর ও অনুসন্ধানী রিপোর্টে উঠে আসে। এই ডিপোগুলো হতে প্রতিদিন শত শত তেলের লরী তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এই সিন্ডিকেটের কাছে কিছু অসাধু লরীর ড্রাইভার ও হেলপার নামে মাত্র মূল্যে তেল ভর্তি লরী থেকে চুরি করে তেল বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এই তেল ব্যবহার করে গাড়ীর ইঞ্জিন ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। গ্রেফতারকৃত মোঃ মাহবুবুর রহমান ওরফে মামুনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ও পলাতক আসামী মোঃ আরিফ (৩৫) আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ তেল চুরির অবৈধ সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা অভিনব কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ এবং ঝুঁকিপূর্ণভাবে মজুদ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...

চাঁদার দাবীতে রূপগঞ্জে বৃদ্ধাকে গুলি করে হত্যার চেষ্টা অভিযোগে সংবাদ সম্মেলন

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ কর্ণগোপ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ শফিকুল ইসলাম …