15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / র‌্যাব-১১, সিপিএসসি, নাঃগঞ্জ ক্যাম্প কর্তৃক পৃথক ২টি অভিযানে হেরোইন এবং ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১১, সিপিএসসি, নাঃগঞ্জ ক্যাম্প কর্তৃক পৃথক ২টি অভিযানে হেরোইন এবং ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রবিবার ৬ই সেপ্টেম্বর ২০২০ তারিখ বিকাল ৫টা ২০ মিনিট এবং রাত ১০টা ১৫ মিনিট ঘটিকার সময়  মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর মডেল থানাধীন দশকানি গ্রামস্থ মোহাম্মদিয়া আইডিয়াল মাদ্রাসার সামনে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া মহিলা আসামী জেসমিন বেগম (৩২), সাং- দক্ষিণ চর মসুরা (০৭ নং ওর্য়াড), থানা- সদর, জেলা- মুন্সীগঞ্জ এর কাছ থেকে ১৬ গ্রাম হেরোইন এবং পৃথক আরেকটি অভিযানে ঘটনাস্থল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন কুতুব আইল আবীর ফ্যাশন গার্মেন্টস সংলগ্ন মা বাবার দোয়া ভ্যারাইটিজ ষ্টোর নামক মুদির দোকানের সামনে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া রাসেল প্রধান (২৮), সাং- কুতালের বাগ, মধ্যপাড়া মসজিদ সংলগ্ন, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এর কাছ থেকে ১৬৫ (একশত পয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে সর্বমোট ২জন আসামীকে গ্রেফতার করে।

হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৬৪,০০০ (চৌষট্টি হাজার) টাকা এবং ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪৯,৫০০/-(ঊনপঁঞ্চাশ হাজার পাঁচশত) টাকা।

 

উল্লেখিত আসামীগণ উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়।

ধৃত আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর মডেল থানায় এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...

চাঁদার দাবীতে রূপগঞ্জে বৃদ্ধাকে গুলি করে হত্যার চেষ্টা অভিযোগে সংবাদ সম্মেলন

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ কর্ণগোপ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ শফিকুল ইসলাম …