নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূজা কমিটি সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসবটি নতুন নয় এটি শত বৎসরে একটি উৎসব। শারদীয় উৎসবটি এর আগওে পলিত হয়েছে আগামীতেও হবে। এটি নির্ভর করবে এই উৎসবটিকে কিভাবে বিশ্বের কাছে তুলে ধরতে পেরেছি । কতটা সুন্দোর্য তুলে ধরতে পেরেছি। আমরা এটি যতটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো এটাই আমাদের স্বার্থকতা। এর আগে যারা করেছে সেটা তাদের স্বার্থকতা বা ব্যর্থতা। আমরা আমাদের স্বার্থকতা ফুটিয়ে তুলতে চাই।
তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা উদযাপন করবো । সকলের অংশগ্রহনের মধ্য দিয়ে উৎসবটি উদযাপন শেষ পর্যন্ত সফলতার সাথে শেষ করাই স্বার্থকতা। এই আয়োজনে প্রতিটি ধাপ সর্তকতার সাথে সুন্দরভাবে করতে পারি তার জন্য সকলকে দায়িত্বশীলতার সাথে দায়িত্বপালন করতে হবে। সবাইকে দায়িত্ব নিতে হবে।
আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ করার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকে সভায় যে বিষয় গুলো উঠেছে তার মধ্যে ঘাট, বিদুৎ, সামগ্রীক বিষয় এর সাথে সকল সংশ্লিষ্ট একটি আলাদা আলাদা একটি কমিটি গঠন হবে এবং ২২০ টি মন্ডপের নাম্বার নিয়ে একটি ওয়াটসাপ গ্রুপ হবে। আমাদের একটি পেইজে সকল বিষয় তুলে ধরা হবে।
এছাড়াও পূজা অনুষ্ঠানের ঐতিহ্য তুলে ধরে ডিসি বলে, পূজার সময় আরতি করা হয় সেই সৌন্দর্য্য আমরা দেখতে চাই। অনেক সময় দেখা যায় আরতির সময় একটি অন্য ধরনে মিউজিক (সঙ্গীত) চলে আসছে আমরা সেই সৌন্দর্য দেখতে চাই। আপনাদের এই ঐতহ্য ধরে রাখতে হবে। এটি যেনো হারিয়ে না যায়।