15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / শাহা নিজামের নির্দেশে কুতুবপুরে ৩’শ ২০ টি পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিল রাসেল মোল্লা

শাহা নিজামের নির্দেশে কুতুবপুরে ৩’শ ২০ টি পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিল রাসেল মোল্লা

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  :  নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহা নিজামের নির্দেশে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ৩’শ ২০ টি কর্মহীন পরিবারের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও যুবলীগের সম্ভাব্য সভাপতি মো. রাসেল মোল্লা।
শুক্রবার ২৪ এপ্রিল সকালে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাসেল মোল্লা নিজ হাতে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
এসময় সাধারণ মানুষ গুলোকে সাহায্য করার বিষয়ে রাসেল মোল্লা বলেন, আমার রাজনীতির গুরু শাহা নিজাম ভাইয়ের উৎসাহে আমি সাধারণ মানুষ গুলোকে সাহায্য করার চেষ্টা করছি। আমার যতটুকু তৌফিক রয়েছে তা দিয়ে মানুষের সেবা করার সুযোগ পেয়েছি বলে আল্লাহর নিকট অশেষ শুকরিয়া।
তিনি আরও বলেন, এই মহামারী রোগ মোকাবেলা করতে আমাদের অবশ্যই সরকারকে সাহায্য করা উচিত। আমরা যে যেভাবে পারি সাহায্য করব। অসহায়দের পাশে থাকায় শুধু সরকারকে সাহায্য নয়। করোনা প্রতিরোধে সরকারের নিয়মকানুন মেনে চালা বা লকডাউন কে সঠিকভাবে মেনে চলাও একটি সাহায্য।
এ সকল কার্যক্রম করতে সহযোগিতা করেছেন রাসেল মোল্লার বন্ধ মহল।
Attachments area

আরও পড়ুন...

২য় দিনের মত ঠান্ডা শরবত খাওয়ালেন রাগিব ভুইয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের প্রতিষ্ঠাতা, ইউনাইটেড ক্লাব লিমিটেড এর অর্থ …