26 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / শিবগঞ্জ সীমান্তে ১২ কেজি বিস্ফোরকদ্রব্য জব্দ করেছে বিজিবি

শিবগঞ্জ সীমান্তে ১২ কেজি বিস্ফোরকদ্রব্য জব্দ করেছে বিজিবি

নিউজ ব্যাংক ২৪. নেট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১২ কেজি বিস্ফোরকদ্রব্য জব্দ করেছে বিজিবির সদস্যরা। রবিবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামে অভিযান চালিয়ে এ বিস্ফোরকদ্রব্য জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন। বাহিনির দাবি, আসন্ন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে ভারত থেকে আনা হয়েছিল এসব বিস্ফোরকদ্রব্য।

৫৯ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত থেকে দেশে বিস্ফোরকদ্রব্য সীমান্ত পাড়ি দিয়ে আসার খবরের ভিত্তিতে তেলকুপি গ্রামের একটি বাগানে অবস্থান নেয় বিজিবির সদস্যরা। অজ্ঞাত পরিচয়ের দুজন ভারত থেকে দেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবি টহল দল তাদের ধাওয়া করে। এ সময় তাদের হাতে থাকা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করে ১২ কেজি বিস্ফোরকদ্রব্য পাওয়া যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় যাবতীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৫৯ বিজিবির অধিনায়ক বলেন, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, মাদকদ্রব্য ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন...

আওয়ামীলীগ সরকার আমলে আমি বৈষম্যের স্বীকার হয়েছি, যা এখন অব্যাহত রয়েছে- সেলিম প্রধান

নিউজ ব্যাংক ২৪. নেট : রূপগঞ্জের মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বাহিনী কর্তৃক জেবি গ্রুপের চেয়ারম্যান …