7 Agrohayon 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / ধর্মীয় অনুষ্ঠান / শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৫ সুন্দর ও সুষ্ঠ করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৫ সুন্দর ও সুষ্ঠ করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৫ সুন্দর ও সুষ্ঠ করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার ৮ আগষ্ট বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর আয়োজনে চাষাড়াস্থ শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শ্রী শংকর কুমার দে। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।

বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি শ্রী বিষ্ণুপদ সাহার সভাপতিত্বে মত বিনিময় সভায় সঞ্চালনায় করেন বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক শ্রী সুশিল দাস।

মত বিনিময় সভায় আসন্ন ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৫ আগামী ১৬ আগষ্ট শনিবার সকাল ১০টায় নগরীর ২নং রেলগেইট এলাকায় হতে র‍্যালী সুন্দর ও সুষ্ঠ করার লক্ষ্যে মত বিনিময় সভায় বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সকল থানা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দরা পৃথকভাবে মত বিনিময় করেন।

প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বক্তব্যে বলেন, আসন্ন হিন্দু সম্প্রদায়ের মহোৎসব ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৫ নির্বিঘ্নে পালন করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর পাশাপাশি বিএনপির মহানগরের নেতৃবৃন্দরা সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন...

নাসিকের আওতাধীন ৬৬টি পূজামন্ডপে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন প্রশাসক ড. আবু নছর

নিউজ ব্যাংক ২৪. নেট : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে …