23 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / সংস্কার চাই আমরাও, কিন্তু মানুষের ভোটের অধিকার নষ্ট করে নয়- গিয়াস উদ্দিন 

সংস্কার চাই আমরাও, কিন্তু মানুষের ভোটের অধিকার নষ্ট করে নয়- গিয়াস উদ্দিন 

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশের ইতিহাসে সাংবিধানিক ভাবে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু করে সারা বিশ্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বরাদিত হয়েছেন। এ দেশে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন আমাদের দলের চেয়ারপার্সন আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরপর  স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে দিক নির্দেশনা দিয়েছেন। ফলে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ৫ই আগষ্ট স্বৈরাচারের পতন হয়েছে। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে, রাজনৈতিক অঙ্গনে তারেক রহমান একটি উজ্জ্বল নক্ষত্র। অধিকাংশ দেশবাসীর স্বপ্নের প্রতিক তারেক রহমান। মানুষের কাছে ভবিষ্যত রাষ্ট্রনায়ক তিনি। স্বৈরাচার শাসকের পতনের পর দেশকে পুনঃগঠনের জন্য তারেক রহমান ৩১ দফা দাবী রাষ্ট্র মেরামতের জন্য কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। আজ তারই অংশ হিসেবে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে। দলের গঠনতন্ত্র অনুসারে ত্যাগী ও নিবেদিত কর্মীদের মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন, সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৪, সাবেক সভাপতি- নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন।
সোমবার ৭ই জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর হাটখোলা স্কুল মাঠে কাশীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন-২০২৫ ইং অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি আরও বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। আর এই দলে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোন আওয়ামী লীগের দোসর অন্তর্ভুক্ত হতে না পারে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে কোন তাল-বাহানা এদেশের জনগণ মেনে নিবে না। দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে গণতান্ত্রিক নির্বাচনের বিকল্প কিছুই নেই। স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন অনেকেই। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি আমরা সারা দেশের বিএনপির নেতা কর্মী সমর্থকরা। সংস্কার চাই আমরাও, কিন্তু মানুষের ভোটের অধিকার নষ্ট করে নয়। সংস্কার করুন পাশাপাশি নির্বাচনের দিকেও অগ্রসর হতে হবে। তা না হলে আপনাদের বাংলাদেশের জনগণ যে সম্মান দিয়েছে তা অচিরেই হারাবেন। সম্মানের সঙ্গে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দ্রুত ব্যবস্থা করুন।
বক্তব্যে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে আমরা চুরি করে পালিয়ে যাওয়া খুনি হাসিনার দোসর গডফাদার শামীম ওসমানের মত কাউকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই না। এরা ক্ষমতার অপব্যবহার করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন। তাদের কর্মকান্ডে আজ নারায়ণগঞ্জসহ সারা দেশের মানুষের অতিষ্ঠ। দেশের জনগণের প্রত্যাশিত নির্বাচন হলে এরা আর কোনদিন নির্বাচিত হতে পারবে না।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ মোল্লা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক।
কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাঈনুল হোসেন রতন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খোন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি জি এম সাদরিল, ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি মো. কবীর প্রধান, ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি ও সভাপতি কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, ফতুল্লা থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সভাপতি ফতুল্লা ইউনিয়ন বিএনপি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা থানা যুব দলের আহবায়ক হাজী মো. মাসুদুর রহমান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাসেল মাহমুদ, কাশীপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি কামাল বেপারি, ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. দুলাল, কাশীপুর ইউনিয়ন বিএনপির নেতা আতাউর রহমান শামীম।

আরও পড়ুন...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে মিলাদ, দোয়া ও খিচুড়ি বিতরণ

নিউজ ব্যাংক ২৪. নেট : মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় …