নিউজ ব্যাংক ২৪. নেট : সার্বজনীন শারদীয় দূর্গোৎসব ২০২৫ ইং উপলক্ষে শাম্মি থিয়েটার ৬২তম প্রযোজনায় নাটক “মন্দিরে হবে দেখা” মঞ্চায়ন উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ১১ অক্টোবর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম নারায়ণগঞ্জে শাম্মি থিয়েটার এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমি হিন্দু সম্প্রদায়ের সাথে তাদের কল্যাণে অতীতে যেমন পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের সহযোগিতায় থাকবো। আমি কথা দিচ্ছি, সকলের সহযোগিতায় আমি ছিলাম, থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সকলে দোয়া করবেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসর সন্ত্রাসীরা এক সময় হিন্দু সম্প্রদায়ের জায়গা সম্পত্তি জবরদখল করতো। কিন্তু জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কোন হিন্দু সম্প্রদায়ের মানুষের সম্পদ কেউ দখলের চেষ্টা করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দশের জন্য নিঃশর্ত ভাবে কাজ করতে হবে। আমি একটি সুন্দর নারায়ণগঞ্জ চাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাম্মি থিয়েটার এর সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত নাট্যকর্মী জোট, নারায়ণগঞ্জ এর সভাপতি মাসুমুল হক সোহেল, নারায়ণগঞ্জ জেলা পূজা উৎযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, আলমগীর আজিজ ইমন সাধারণ সম্পাদক, শাম্মী থিয়েটার। এছাড়াও প্রধান আলোচকের বক্তব্য প্রদান করেন, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল রুমি।