নিউজ ব্যাংক ২৪. নেট : ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলায় “বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৫” এর শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রবিবার ২৯ জুন সকালে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়াস্থ শহীদ জিয়া হল প্রাঙ্গনে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ ও বন বিভাগের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আয়োজন করা হয়।
প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, যদি বনায়ন করা না যায় তাহলে সূর্য্যের তাপমাত্রা বেড়ে সাগরের বরফ গলে নদীতে এসে যাবে। এতে করে লবনাক্ত পানিতে লোকালয় তলিয়ে যাবে, যার ফলশ্রুতিতে চাষ করা যাবে না এবং খাদ্যের ঘাটতি দেখা দিবে। তাই পৃথিবীকে বাস যোগ্য রাখতে হলে বনায়নের কোন বিকল্প নেই। আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য গ্রিন বাংলাদেশ উপহার দিতে চাই। প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে বৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মানব সৃষ্ট কর্মকান্ডে বিরূপ প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তাই জলবায়ুর পরিবর্তনের প্রভাবে দেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত বেড়ে চলেছে।
জেলা প্রশাসক আরও বলেন, আপনারা বেশি বেশি করে বৃক্ষরোপণ করেন। তাহলে আমাদের দেশ বাঁচবে আমরা অক্সিজেন বেশি বেশি পাবো, দেশে বৃষ্টিপাত বেশি হবে। আপনারা দেখছেন একটা দেশের বনভূমির পরিমাণ যদি কমে যায় তাহলে সেই রাষ্ট্রে বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনা ঘটে।
ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক আরিফ মিহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ আলম।
কর্মসূচির শুরুতে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নেতৃত্বে বের করা হয়। এরপর ফিতা কেটে মেলার উদ্বোধন করেন তিনি। আলোচনা সভা শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। মাসব্যাপী এ মেলায় ২২টি স্টল রয়েছে। মেলাটি ক্রেতা সাধারণের জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।