7 Boishakh 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / সন্ত্রাস ও নৈরাজ্য করতে দেওয়া হবে না- বস্ত্র ও পাটমন্ত্রী গাজী

সন্ত্রাস ও নৈরাজ্য করতে দেওয়া হবে না- বস্ত্র ও পাটমন্ত্রী গাজী

নিউজ ব্যাংক ২৪. নেট : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, সমাবেশের নামে কাউকেই আগুন সন্ত্রাস,

ভাংচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া হবে। আওয়ামীলীগ উন্নয়নের সরকার। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের সার্বিক উন্নয়ন হয়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। উন্নয়নকে বাধাগ্রস্থ করতে সরকার বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠছে। যেকোন মূল্যে তা প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার ২৪ নভেম্বর  রূপগঞ্জ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান ভুঁইয়া, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী, গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, মশিউর রহমান তারেক, হাবিবুর রহমান হারেজ, আব্দুল করিম, ফারুক হাসান, মাহবুবুর রহমান মেহের ও হাফিজুর রহমান সজিব প্রমুখ।

আরও পড়ুন...

‘জনগণের সেবা করলে জনপ্রতিনিধিদের কেউ হারাতে পারবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ব্যাংক ২৪. নেট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের উন্নয়নের লক্ষ্য নিয়েই কাজ করে …