18 Ashin 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / সমাজে শান্তি পেতে চাইলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে – মাওলানা মঈনুদ্দিন

সমাজে শান্তি পেতে চাইলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে – মাওলানা মঈনুদ্দিন

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের বন্দরে নাসিক ২৪ নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ ৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ’র গণসংযোগ অনুষ্ঠিত।
শনিবার ২০ সেপ্টেম্বর বাদ আসর বন্দরের চৌরাপাড়া, নোয়াদ্দা, কাইতাখালী, বক্তারকান্দী, নবীগঞ্জ এলাকায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য  মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ হয়েছে।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, মহানগরী জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।
গণসংযোগ’টি বন্দর চৌরাপাড়া থেকে শুরু করে নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড়ে এসে শেষ হয়। গণসংযোগ শেষে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, বিগত সরকারের আমলে মানুষ ঠিকমতো নামাজ পড়তে পারতো না। ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনে মানুষ অতিষ্ঠ ছিলো। এখন সময় এসেছে কোরআনের আইন বাস্তবায়ন করার। আপনারা যদি শান্তি চান, তাহলে আল্লাহর দ্বীনকে কায়েম করার চেষ্টা চালিয়ে যেতে হবে। যারা আল্লাহ এবং রাসূলের পথে চলবে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার অঙ্গিকার করেছে। এখনই সময় সঠিক মানুষকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করা।
এসময় গণসংযোগে বন্দর সাংগঠনিক উত্তর থানা আমীর মাওলানা মুফতী আতিকুর রহামানের সভাপতিত্বে থানা সেক্রেটারি জহুরুল ইসলামের উপস্থিতিতে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর রফিকুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড কাউন্সির প্রার্থী মাওলানা আবদুল্লাহ, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিন মিয়া,সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

আরও পড়ুন...

জনপ্রস্তাব সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে নতুনধারা

নিউজ ব্যাংক ২৪. নেট : প্রতীকী মবসন্ত্রাসী-ছিনতাইকারী-ধর্ষক-খুনীদের কুশপুত্তলিকা দাহ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। শুক্রবার ২৬ সেপ্টেম্বর …