17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / সাংবাদিক সেন্টু’র ভাতিজা প্রিয়’র এইচএসসিতে এ-প্লাস অর্জণ

সাংবাদিক সেন্টু’র ভাতিজা প্রিয়’র এইচএসসিতে এ-প্লাস অর্জণ

নিউজ ব্যাংক ২৪. নেট : এবারের এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে এ-প্লাস ফলাফল অর্জণ করেছে দৈনিক বিজয় ও ডেইলী বিজয় টুয়েন্টি ফোর ডটকম’র সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু’র ভাতিজা আফফান করিম প্রিয়।

রবিবার ২৬ নভেম্বর উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক ঘোষিত ২০২৩ সালের এইচএসসি’র ফলফল অনুযায়ী প্রিয় নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালণে সক্রিয় থাকার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায়।

এর আগে এসএসসি’তেও প্রিয় এ-প্লাস রেজাল্ট করে কৃতিত্বের সাক্ষর রাখেন। প্রিয় নারায়ণগঞ্জ বন্দরের মাহমুদনগর সরদার বাড়ী’র চাকুরীজীবি রেজাউল করিম মুন্না ও গৃহিনী শিরিন বেগমের পুত্র সন্তান। প্রিয়’র ফলাফলে তার বাবা মা সহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন...

মীর জুমলা ও শায়েস্তা খাঁ সড়ক দুইদিনের মধ্যে মুক্ত করতে নাসিককে নির্দেশ ডিসির

নিউজ ব্যাংক ২৪. নেট :  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘ আমরা শহর যানজটমুক্ত …