নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ৩ বারের এমপি আবুল কালাম।

শুক্রবার ২৪ অক্টোবর বিকালে নারায়ণগঞ্জ শহরের ১ নং বাবুরাইল তাঁরা মসজিদ প্রাঙ্গণ হতে শুরু করে নয়াপাড়া, বৌবাজার, পাইকপাড়া, জল্লারপাড়া, পাক্কা রোড, মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে এসে লিফলেট বিতরণ কর্মসূচির পরিসমাপ্তি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ- ৫ আসনের সাবেক ৩ বারের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।
পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে এড. আবুল কালাম বলেন, আজকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করেছি। লিফলেট বিতরণ করে আমরা জনগণকে অনুরোধ জানিয়েছি যে, এই ৩১ দফা নিয়ে চর্চা করার জন্য। কারণ এই ৩১ দফায় রয়েছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং দেশের কল্যানের সমাধান। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত সময়ে যখন ক্ষমতায় ছিলেন তখন নারায়ণগঞ্জ-৫ আসনে এলাকায় বিভিন্ন উন্নয়ন করেছিলেন। আগামী দিনেও তারেক রহমানের হাত ধরে নারায়ণগঞ্জ-৫ আসনে যিনি নমিনেশন পাবে, তাকে নিয়ে বিশেষ করে ধানের শীষের ভোটের জন্য সচেষ্ট থাকবো।
তিনি আরও বলেন, বিএনপির নেতা কর্মী সমর্থক প্রতি আমার একান্ত অনুরোধ থাকবে, আমাদের দলের মধ্যে কোন ভেদাভেদ না থাকে। প্রার্থীতা নিয়ে কোন দুর চিন্তা না থাকে। এ বিষয়টা হলো কেন্দ্রীয় ব্যাপার। ওনারা যাকে নিদিষ্ট করে দিবে, আমরা তার পেছনে থাকবো। আমি নেতাকর্মীদের অনুরোধ করবো আপনারা ধৈর্য্য ধরুন আমাদের কামিয়াবি অবশ্যই হবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সুলতান আহমেদ, ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, মহানগর বিএনপির সদস্য মোঃ আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. সুজন মাহমুদ, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর বেপারী প্রমুখসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকবৃন্দ।
আলোচনা সভা শেষে নারায়ণগঞ্জ-৫ আসনের অন্তর্ভুক্ত পাইকপাড়া ও বাবুরাইল এলাকায় তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রের অবকাঠামো মেরামতের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
newsbank24.net সত্যের পথে সবসময়