17 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / সাবেক এমপি এড. আবুল কালাম ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা’র নেতৃত্ব না’গঞ্জে বর্ণাঢ্য র‍্যালী

সাবেক এমপি এড. আবুল কালাম ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা’র নেতৃত্ব না’গঞ্জে বর্ণাঢ্য র‍্যালী

সোমবার ১ সেপ্টেম্বর বেলা ১১ টায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরের  মন্ডলপাড়া পুল এলাকা থেকে মিছিলটি বের হয়। এ সময় র‍্যালীতে নারায়ণগঞ্জ- ৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রবীণ বিএনপির রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব এডভোকেট আবুল কালাম উপস্থিত ছিলেন। র‍্যালীতে তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণীয়।

এর আগে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে এসে জড়ো হতে থাকে। প্লে কার্ড, সাউন্ড সিস্টেম, ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্র সহ নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে এসে স্লোগানে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে। র‍্যালীটি নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া পুল এলাকা থেকে বের হয়ে চাষাড়া গোল চত্বর, মেট্টোহল মোড় ঘুরে কালীর বজার চারারগোপ গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এড. আবুল কালাম বলেন, আমার মনে হয় নমিনেশন নিয়ে চিন্তা করার কারন নেই। নমিনেশন যার কাছেই আসুক আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। একটা জিনিস মনে রাখবেন আজকে বিএনপির যে খন্ড খন্ড অবস্থান, যখন নির্বাচনের সময় হবে তখন এই অবস্থা আর থাকবেনা। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত যারা যেই অনুসারী থাকুন না কেনো কারো সাথে কোন বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করবেন না। যখন ধানের শীষ হাতে চলে আসবে তখন দেখবেন তারাই আপনাদের সাথি হবে। আমি তাদেরকে আহ্বান করবো, যে ঘরে আপনাদের জন্ম সেই ঘরে চলে আসুন। আপনাদের জন্য দরজা খোলা আছে। আমি সাংসদ থাকাকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে গত ১৬ বছরে উন্নয়নের যে ঘাটতি হয়েছে সুন্দর একটি নগর পরিকল্পনার মাধ্যমে ফুটপাত, যানজট সহ সকল সমস্যা খুব দ্রুতই সমাধান করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য মোঃ আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, এড. আনিসুর রহমান মোল্লা, সাবেক সহ-সভাপতি হাজ্বী মোঃ তাহের আলী, ২১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর নাসিক ফারুক চৌধুরী, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হাজ্বী মোঃ শাহীন, বন্দর থানা বিএনপির নেতা নেছারউদ্দিন, মেসবাহউদ্দিন স্বপন, বন্দর উপজেলা বিএনপি নেতা আঃ কাশেম, হাজী আনছার আলী, মোঃ ইসলাম মিয়া, হাসানুজ্জামান খোকন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা দর্পন প্রধান, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আরাফাত চৌধুরী, মেহেদী হাসান, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হাসিব, সিদ্বিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম শিপলু, সিদ্বিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ রাজু, ,,আকাশ আহমেদ বাছির, নুর-ই-হামীম হৃদয়, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শাহ আলম, সাবেক সদস্য সচিব পাপ্পু আহমেদ, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মনির হোসেন, সাবেক সদস্য সচিব জুয়েল আহমেদ, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন প্রমুখ।

আরও পড়ুন...

হানিফ সরদার ও হিরা সরদার এর নেতৃত্বে ১৩নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের মহানগরে র‍্যালীতে যোগদান 

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি …