নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপার হতে গিয়ে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।

গত বুধবার ২০ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, রাতে রাস্তা পার হচ্ছিলেন তারা। এ সময় ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। এ সময় ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যান চালক-হেলপার। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
newsbank24.net সত্যের পথে সবসময়