15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / সিলেট, সুনামগঞ্জসহ বন্যা কবলিত জেলাসমূহ দূর্গত এলাকা ঘোষণা করে সরকারি উদ্যোগে পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা দিতে হবে- বাম জোট

সিলেট, সুনামগঞ্জসহ বন্যা কবলিত জেলাসমূহ দূর্গত এলাকা ঘোষণা করে সরকারি উদ্যোগে পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা দিতে হবে- বাম জোট

নিউজ ব্যাংক ২৪. নেট : সিলেট, সুনামগঞ্জসহ বন্যা কবলিত জেলাসমূহ দূর্গত এলাকা ঘোষণা করে সরকারি উদ্যোগে পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা দেয়ার দাবিতে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার ২৪ জুন বিকাল ৫টা ৩০ মিনিট ঘটিকায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্ত্তী, বাসদ নারায়ণগঞ্জ
জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ, বাসদ নেতা এস এম কাদির, সিপিবি নেতা সাহানারা বেগম।

নেতৃবৃন্দ বলেন, সিলেট সুনামগঞ্জ স্মরণকালের ভয়াবহ বন্যা কবলিত হয়েছে। ভারতে ১২২ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় ঢলের পানিতে সিলেট সুনামগঞ্জের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়ে পড়ে। সড়ক, রেল, আকাশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এখন কিছুটা পানি কমলেও মানুষ ত্রাণের অভাবে অনাহারে জীবন যাপন করছে। সিলেট সুনামগঞ্জের বাইরে কুড়িগ্রাম, রংপুর, নেত্রকোণা, সিরাজগঞ্জসহ আরও ১২টি জেলা বন্যা কবলিত হয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় সরকারি ত্রাণ সহায়তা খুবই সামান্য।

নেতৃবৃন্দ বলেন, সরকার পদ্মা সেতু উদ্বোধনে শত শত কোটি টাকা ব্যয় করছে। এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সরকারের উচিত ছিল আড়ম্বরপূর্ণ উদ্বোধন না করে সেই টাকা বন্যা কবলিত মানুষদের মাঝে বিতরণ করা।

নেতৃবৃন্দ বন্যা কবলিত জেলাসমূহ দূর্গত এলাকা ঘোষণা করে সেখানে পর্যাপ্ত সরকারি ত্রাণ সহায়তা, বন্যার পানি যেখানে কমেছে সেখানে দ্রুত বন্যার্তদের পুনর্বাসনের দাবি
করেন।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ-৫ আসনে মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ- বন্দর ২৬ নং ওয়ার্ডে ভোটারদের সাড়া

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা …