নিউজ ব্যাংক ২৪. নেট : চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্র জব্দসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ এপ্রিল) রাতের দিকে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার চৌ-চালা টিন সেডের একটি ভাড়া ঘরে অভিযান চালিয়ে আসামি হাসানকে (২২) অস্ত্র জব্দসহ গ্রেপ্তার করা হয়।
এ সময় পুলিশের অভিযানে তার কাছে থাকা একটি দেশীয় এলজি ও ৩ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। হাসান সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের বাসিন্দা।
এ তথ্যটি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র পোদ্দার বলেন, ‘খবর পেয়ে আসামিকে অস্ত্র জব্দসহ আটক করা হয়। পরে আসামির স্বীকারোক্তিতে মামলা করে মঙ্গলবার (২ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।’