15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / স্বাধীনতা দিবস উপলক্ষে ‘শ্রমিক জাগরণ মঞ্চ’র উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্বাধীনতা দিবস উপলক্ষে ‘শ্রমিক জাগরণ মঞ্চ’র উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিউজ ব্যাংক ২৪. নেট : মহান স্বাধীনতা দিবস উপলক্ষ শ্রমিক জাগরণ মঞ্চ শ্রমিকদের সন্তানদের মাঝে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৬ মার্চ সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়াস্থ সমবায় নিউ মার্কেটে শ্রমিক জাগরণ মঞ্চ’র কার্যালয়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, গণপরিবহন নেতা সবুজ শেখ, গার্মেন্টস শ্রমিক জাগরণ মঞ্চের নেত্রী শাহানাজ, বিনা,কেয়া, সুবর্না,ইমু নুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস শিশুদের মাঝে গল্প কবিতার মাধুর্য দিয়ে তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক। তাদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। আজ আমরা নিজেরাই মুক্তিযুদ্ধের মূল আদর্শ ভুলতে বসেছি। আগামী দিনের শিশু কিশোরদের মাঝে আমাদের স্বাধীনতা দিবস ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ঐতিহ্য ও স্বপ্ন আকাঙ্ক্ষা কি ছিলো তা বুঝিয়ে বলতে হবে। তাদের দেশ প্রেমিক করে গড়তে হবে নয়তো দূর্নীতি লুটপাট কারীদের হাত থেকে এই দেশকে রক্ষা করা সম্ভব হবে না।

নেতৃবৃন্দ আরও বলেন, আজ আমাদের দেশের বর্তমান অবস্থায় স্বাধীনতা বিরোধী শক্তিকে রাজনৈতিক ভাবে মদত দিচ্ছে কিছু দুষ্ট প্রকৃতির ব্যক্তি ও সংগঠন। তাদের চিহ্নিত করে নিষিদ্ধ ঘোষণা করা প্রয়োজন। নেতৃবৃন্দ শিশুদের নিয়ে আরো বেশি করে ভাবতে বলেন এবং দ্রুত শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের মূল চেতনা যাতে সদা জাগ্রত থাকে সেই ধারাবাহিকতা ধরে রাখতে শিশুতোষ চলচ্চিত্র, শিশু সাহিত্য, কবিতা গান রচনা করতে কবি ও নির্মাতাদের সরকারি ভাবে উৎসাহিত করার উদ্যোগ নিতে আহ্বান জানান।

আরও পড়ুন...

না’গঞ্জে হকার ও যানজট নিরসনে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন- ডিসি জাহিদুল

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির পূর্ণমিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান …